রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মত ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)’র ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ইচিপ’র নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে ডা. মো: কামরুল হাসান সজিব ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. এনির উদ্দিন তুষার দায়িত্ব দেওয়া হয়।
গত বুধবার (২৯ডিসেম্বর) বিকেলে গণ্যমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের পাসকৃত এবং রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কর্মরত ২১ জন ইন্টার্ন ডাক্তারের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে আগামী ০১ বছরের জন্য অনুমোদন দিয়ে ইচিপ’র এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন: সহ-সভাপতি পদে ডা. এ জেড ফাত্তাহ, ডা. রাওফিন নাহার মুন, ডা. সাখাওয়াত হোসেন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ডা. সাকিবুল হোসাইন সজল, ডা. আনিসুর রহমান জিতু। সাংগঠনিক সম্পাদক পদে ডা. শ্রীকান্ত বসাক ও ডা.কাওসার আহমেদ দিপু। দপ্তর সম্পাদক ডা. খায়রুল রিজভী।
অর্থ সম্পাদক পদে ডা. নাঈম আহমেদ। প্রচার প্রকাশনা সম্পাদক পদে ডা. মুশফিকুর রহমান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ডা. মিফতুল মান্নান। রোগী কল্যাণ সম্পাদক পদে ডা. মমতাজ খানম। সাংস্কৃতিক সম্পাদক পদে ডা. শ্রাবণী রায়।
কার্যকরী সদস্য পদে ডা. মো: সাইফুল ইসলাম সুমন, ডা. সামিয়া রহমান মীম, ডা. নুর এ আকসা ইমু, ডা. মনোয়ারা আক্তার, ডা.নুর এ জান্নাত তানজিনা ও ডা. উম্মে হাবিবা ।
উল্লেখ্য: এ কমিটি রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের কল্যাণে, ও রোগীদের কল্যাণে কাজ এবং হাসপাতালের উন্নতি লক্ষ্যে ইত্যাদিতে সহযোগিতা করে থাকেন।