ফরিদপুর টেরাকোটা চাইনিজ রেস্টুরেন্ট এর নবম বর্ষপূর্তি উপলক্ষে ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাতটায় রেস্টুরেন্ট এর নিজস্ব কার্যালয়ে কেক কেটে পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবীরুল ইসলাম সিদ্দিকী,ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক রেশাদুল হাকীম, প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সঞ্জীব দাস, আরটিভির ফরিদপুর প্রতিনিধি মোঃ জাকির হোসেন, মঞ্জু আরা স্বপ্না, ফরিদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, টেরাকোটা রেস্টুরেন্ট এর পরিচালক তানসিভ জুবায়ের রহমান,ফিরোজ কবির মিন্টু ও নাজমুল করিম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।