রাঙামাটির কাপ্তাইয়ের ৪ নং কাপ্তাই ইউনিয়নের আফছারের টিলায় মঙ্গলবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়,জাতীয় মহিলা সংস্থার কাপ্তাই তথ্য সেবা কেন্দ্র এই উঠান বৈঠক এর আয়োজন করেন।
এইসময় বাল্য বিবাহ,মাতৃস্বাস্থ্য বিষয়ক সেবা,ডিজিটাল তথ্য সেবা ও বিভিন্ন পরামর্শমূলক সেবা নিয়ে বক্তারা আলোচনা করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো.কবির হোসেন, আফছার টিলা জামে মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস ও মসজিদ কমিটি সভাপতি মোহাম্মদ আলী জিন্নাসহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের বিভিন্ন সেবা দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।যার ফলে মানুষ আজ ঘরে বসে তা সুফল ভোগ করছে। উঠান বৈঠকে স্থানীয় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।