• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
কেএনএফ’র সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদ জানিয়েছে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রুমায় তুমুল গোলাগুলি আতঙ্ক, হতাহতের শঙ্কা বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন বান্দরবানে জলবায়ু ধর্মঘট করেছে ইয়ুথনেট বান্দরবানে যৌথ অভিযানে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল মানিকছড়িতে সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত সামাজিক অনুষ্ঠানে প্রার্থীদের সবর উপস্থিতি অসাম্প্রদায়িক ও স্মার্ট জনপদ গড়ার অঙ্গীকার তীব্র দাবদাহ বিদ্যুৎ বিভ্রাট পোল্ট্রি খামারে হাঁসফাঁস অবস্থা! খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সম্মেলন ২০ এপ্রিল

রাঙামাটির নানিয়ারচরে ইউপি নির্বাচনে বিজয়ীরা

মাহাদী বিন সুলতান, নানিয়ারচর প্রতিনিধি: / ২২৭ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি’র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা বেসরকারিভাবে নানিয়ারচর, বুড়িঘাট ও ঘিলাছড়ি এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও রিটার্নিং অফিসার তপন কান্তি ত্রিপুরা সাবেক্ষ্যং ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, নানিয়ারচর উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট শিউলি রহমান তিন্নী, লংগদু উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট মাঈনুল আবেদীন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নানিয়ারচর উপজেলার ৪টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা হলেনঃ-

১নং সাবেক্ষ্যং ইউনিয়নঃ

চেয়ারম্যান প্রার্থী- সুপন চাকমা ওরফে সুশীল জীবন চাকমা। তার প্রতীক চশমা। ৩৫২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শান্তি জীবন চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ১৭৯২ ভোট।

এদিকে সংরক্ষিত মহিলা ১আসনে (১,২ ও ৩ ওয়ার্ড) লক্ষী রানী চাকমা কলম প্রতীকে ৮০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুইটি চাকমা হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৭৪৩ ভোট।সংরক্ষিত মহিলা ২আসনে (৪, ৫ ও ৬ ওয়ার্ড) একক প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন রুমি চাকমা। এছাড়াও সংরক্ষিত মহিলা ৩আসনে (৭,৮ ও ৯) জিনু প্রভা খীসা কলম প্রতীকে ৯৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিমা চাকমা তালগাছ প্রতীকে পেয়েছেন ৮৭৪ ভোট।

সাধারণ সদস্য ০১ নং ওয়ার্ড- সৌরভ দেওয়ান ভ্যান গাড়ি প্রতীকে ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রত্নদ্বীপ চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট।

০২ নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীকে নীতু চাকমা ২৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রমেশ চাকমা মোরগ প্রতীকে পেয়েছেন ১৫৩ ভোট।
০৩ নং ওয়ার্ডে শোভা রঞ্জন চাকমা তালা প্রতীকে ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শান্তি বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট।

০৪ নং ওয়ার্ড-এর ভুবন জয় চাকমা মোরগ প্রতীকে ৩৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিনিময় চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১৯ ভোট।

০৫ নং ওয়ার্ডে অতুল বিকাশ দেওয়ান একক প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।

০৬ নং ওয়ার্ড-এর প্রীতি রন্জন চাকমা একক প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।

০৭ নং ওয়ার্ড-এর তম্ময় চাকমা টিউবওয়েল প্রতীকে ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শংকর চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ২৫০ ভোট।

০৮ নং ওয়ার্ড-এর উত্তম প্রিয় চাকমা বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনাতি চাকমা টিউবওয়েল প্রতীকে ২২৯ ভোট পেয়েছেন।

০৯ নং ওয়ার্ডের রিপন চাকমা একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

২নং নানিয়ারচর সদর ইউনিয়নঃ

চেয়ারম্যান প্রার্থীঃ- বাপ্পি চাকমা সতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৩৬৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত দর্শন চাকমা ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৩৬৫১ ভোট।

সংরক্ষিত মহিলা ১নং আসনের (১, ২ ও ৩ নং ওয়ার্ড) মিতা চাকমা কলম প্রতীকে ১৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ রওশানারা বেগম সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ২৯৮ ভোট।

সংরক্ষিত মহিলা ২নং আসনের (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) পারুল চাকমা হেলিকপ্টার প্রতীকে ১৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মিনী দেওয়ান সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ৭১২ ভোট।

সংরক্ষিত মহিলা ৩নং আসনের (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) পৃতিবালা চাকমা কলম প্রতীকে ১৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়া রানী চাকমা বই প্রতীকে পেয়েছেন ১২১৪ ভোট।

সাধারণ ইউপি সদস্য ০১নং ওয়ার্ড- এর প্রিয়তোষ দত্ত ফুটবল প্রতীকে ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন কান্তি দাশ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৫১ ভোট।

০২ নং ওয়ার্ড-এর প্রভাত চন্দ্র চাকমা আপেল প্রতীকে ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্চয় চাকমা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট।

০৩ নং ওয়ার্ড-এর পুর্ন কুমার চাকমা ফুটবল প্রতীকে ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তাপস চাকমা (টিউবওয়েল) পেয়েছেন ১৬১ ভোট।

০৪ নং ওয়ার্ড-এর পরেশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৫০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং মোরগ প্রতীকে বিমল চাকমা পেয়েছেন ২৭৬ ভোট।

০৫ নং ওয়ার্ডের রিটন চাকমা মোরগ প্রতীকে ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আছমত আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ২৭৫ ভোট।

০৬ নং ওয়ার্ডের হিমাদ্রি চাকমা ফুটবল প্রতীকে ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৩৪ ভোট।

০৭ নং ওয়ার্ডের সঞ্জয় বিকাশ চাকমা মোরগ প্রতীকে ২০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিতিময় চাকমা (ফুটবল) পেয়েছেন ২০৫ ভোট।

০৮ নং ওয়ার্ডের রুপক চাকমা ফুটবল প্রতীকে ১০২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ললিত মোহন চাকমা টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২০৭ ভোট।

০৯ নং ওয়ার্ডের দিগন্ত চাকমা ফুটবল প্রতীকে ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমিরন চাকমা টিউবওয়েল প্রতীকে ২৯৭ ভোট পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ