• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধে রিজিয়ন ও সেক্টর কমান্ডারের শ্রদ্ধা

নানিয়ারচর প্রতিনিধি: / ৪৭১ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসে রাঙামাটির নানিয়ারচরে মূন্সী আব্দুর রউফের মাজারে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় চেঙ্গী খালের পাড়ে অবস্থিত মূন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধে গার্ড অব অনার প্রদান করেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি ও রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম (পিবিজিএমএস, পিএসসি)। এসময় তারা এই বীর সূর্য সন্তানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কামান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি), কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ (বিজিবিএম, পিবিজিএম ও পিএসসি) নানিয়ারচর জোন উপ-অধিনায়ক মোঃ জাওয়াদ বিন ফারুক এবং রাঙামাটি বিজিবি সেক্টরের ভারপ্রাপ্ত লজিস্টিক অফিসার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের সূর্য সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আর্জিত এই বাংলাদেশ। রাঙামাটি রিজিয়ন ও ৩০৫পদাতিক ডিভিশনে প্রথম ইভেন্ট ছিল সকল বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আজ আমরা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধে এসে গার্ড অব অনার এর মাধ্যমে এই বীর শহীদ কে সম্মান জানিয়েছি।

আমরা একটি মাহেন্দ্রক্ষণে আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার ৫০বছর পূর্তি, ১৬ই ডিসেম্বর বিজয়ের দিন ও পার্বত্য শান্তিচুক্তির ২৪বছর পূর্তি আমরা এই বিজয়ের মাসে পালন করছি। আমরা আশাকরছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি বাঙ্গালি সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নতি এবং অগ্রগতি নিশ্চিত করব।

এসময় বিজিবি সেক্টর কমান্ডার তরিকুল ইসলাম বলেন, ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ছিলেন তৎকালীন একজন ইপিআর সদস্য। স্বাধীনতা যুদ্ধে তাদের ত্যাগ আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম দেশ দিয়ে গেছে। দেশের অনেক মানুষ জানেনা এই বীর সন্তান রাঙামাটির নানিয়ারচরে বুড়িঘাটে শায়িত আছেন। বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ পর্যটকদের জন্য নিরবিচ্ছন্ন নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আমি আহ্বান জানাবো ভ্রমণ পিপাসু যারা, আপনারা এখানে ভ্রমনে আসবেন। এখানে আসলে স্বাধীনতা যুদ্ধে অকুতোভয়ী একজন যোদ্ধার কবর ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং স্মৃতিবিজড়িত স্থান দেখার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ