খাগড়াছড়ির গুইমারাতে স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী মহান বিজয় দিবস উদযাপন হয়েছে নানান আয়োজনের মধ্য দিয়ে।দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।এর পাশাপাশি আওয়ামী লীগ,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠন উদযাপন করেছে দিবসটি।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর)সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন,পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দল,শহীদ বেদীতে ফুল দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধ নিবেদন করেন।এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালায় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ,অতপর মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনাসভা ও বিভীন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
এসময়,গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ, ওসি মো: মিজানুর রহমান,উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।