খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শপথ গ্রহনের বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ্, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম,হাসিনা বেগমসহ বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ,মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ সরাসরি এ শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় এক হাজার এর অধিক মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
হাজারো মানুষের হাতে লাল সবুজের পতাকা হাতে সারিবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সরাসরি শপথ বাক্য সমস্বরে বলেন “শহিদের রক্ত বৃথা যেতে দেব না- দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম শপথ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান।শপথ গ্রহণ শেষে সকলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।