যথাযথ মর্যাদায় খাগড়াছড়িতে পালিত হয়েছে স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস। সকালে জেলার গুইমারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এসময় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তুষার আহমেদের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, শরীল চচ্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার আয়োজন করা হয়। বিকেলে গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশের সাথে একযোগে শথপ গ্রহন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়ও মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হত-দরিদ্রদের উন্নতমানের খাবার পরিবেশন ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।