চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ডে উদযাপিত উপলক্ষে শুক্রবার বিকেলে হাসপাতাল মাঠে ফুটবল ও মহিলাদের হ্যান্ডবল খেলার আয়োজন করা হয়।
বিকেলে সাড়ে ৩ টায় অনুষ্ঠিত ফুটবল খেলায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ দল ১-০ গোলে নার্সিং ইনস্টিটিউট পুরুষ দলকে পরাজিত করে। এর পর একই মাঠে প্রচুর ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে মেয়েদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি হেলথ প্রোগামের লাল দল ৬-৪ গোলে নার্সিং ইনস্টিটিউটের নীল দলকে পরাজিত করে।
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।
হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ বিলিয়ম এ সাংমা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
উভয় খেলা পরিচালনা করেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু, সহকারী ছিলেন, কল্যান বিকাশ তনচংগ্যা ও মোঃ নুরনবী। ধারা বর্ণনাঃ সিলভাস্টার সরকার