• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোয় রাঙামাটি আসবাবপত্র সমিতির তীব্র-নিন্দা ও প্রতিবাদ

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি): / ৫৩২ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

‘‘মিজান-পেয়ারুর কাছে রাঙামাটি জেলার হাজার হাজার আসবাবপত্র ব্যবসায়ী ও জেলা প্রশাসন জিম্মি’’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন গুজব রটানোর তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি মো: মিজান ও সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারুর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জাননো হয়, দীঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রুপসী চাকমা নামক একটি ফেইসবুক আইডি ও নামে-বেনামে আরো বেশ কিছু ফেইক আইডি থেকে ‘‘রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’’র সভাপতি মো: মিজান ও সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারুসহ অত্র সমিতির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন নানা ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়াচ্ছে। যা সম্পূণ্য অতীতের মত একটি কুচক্রী মহল অত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের মানহানি ও সমিতির সুনাম ক্ষুন্ন করা ও ১৫-২০ হাজার পরিবারের জীবন-জীবিকা ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে জনমনে এসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমরা অত্র সমিতি ধারণা করছি, অতীতে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে পরাজিত কিছু সদস্য এসব ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অত্র সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এসব নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়াচ্ছে। যা আমরা তথ্য প্রমান পেয়েছি।

বিবৃতিতে আরো জানানো হয়, সমিতি কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বৈঠকে সিদ্ধান্ত গ্রহীত হয় যে, রুপসী চাকমা ফেইক আইডি ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন অত্র সমিতির সদস্য এসবের সাথে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্র মোতাবেগ ব্যবস্তা গ্রহন করা হবে।

বিবৃতিতে জাননো হয়, ফেইসবুকে রুপসী চাকমা নামক একটি ফেইসবুক আইডি একজন বাঙালীর মেয়ের ছবি ব্যবহার করে ও নামে-বেনামে আরো বেশ কিছু ফেইক আইডি থেকে দিনের পর দিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নামেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এরমধ্যে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা বোরহান উদ্দিন (এনডিসি) ও পারমিট শাখার কর্মচারী শ্রীমান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নামেও বিভিন্ন মিথ্যা তথ্য ও নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। কারণ আসবাবপত্রের পরিবহনের পারমিট এনডিসি মহোদয়ের স্বাক্ষরে হয়ে থাকে। তাই ওনার বিরুদ্ধে এসব অপপ্রচার করে ওনাকে এ পারমিট দেওয়া বিরত রাখা কিংবা উক্ত দায়িত্ব থেকে এনডিসি মহোদয়কে অপসারণ করা হবে। কুচক্রী মহলের এমন ধারণা থেকে এসব অপপ্রচার করা হচ্ছে। এতে করে এ পারমিট দেওয়া বন্ধ হলে রাঙামাটি জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৫-২০হাজার পরিবারের জীবন-জীবিকার উপররে আগাত পড়বে। আমাদেও ধারণা যারা এসব করছে তারা আসবাবপত্র সমিতির সাথে জড়িত নেই। তাই আসবাবপত্র ব্যবসা বন্ধ হলে তাদের কোন কিছু যায় আসে না। রাঙামাটি আসবাবপত্র শিল্প ধ্বংস করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে। রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র পক্ষথেকে আমরা এর তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সর্বশেষে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের জনগন, অত্র সমিতিরি সকল সদস্যবৃন্দ, সকল প্রশাসন ও প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সকলকে অত্র সমিতির পাশে থেকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ