রাজশাহীর দুর্গাপুরে ব্র্যাক অফিসে ১২ জন ক্লায়েন্ট কে নিয়ে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুিষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে ব্র্যাক সেলফ কর্মসূচির আয়োজনে এ ওয়ার্কশপ করা হয়।
ওয়ার্কশপ অনুষ্ঠানে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে লালকার্ড প্রদর্শন করে কিছু শ্লোগান বলা হয়, অন্যায় অবিচার আর নির্যাতন, কেউ করিলে রুখবো মোরা সবাই মিলে। ব্র্যাকের সেলপ কর্মসূচি আছে পাশে, ভয় ডর রুখবো মোরা আত্মবিশ্বাসে। আমরা নারী আমরা পারি, বিশ্বটাকে জয় করিতে। আজ থেকে সকল হাত করিব এক সাথ, গড়িব সুখের জীবন থাকিব শান্তির নিরালায়।
অনুষ্ঠান ক্লায়েন্ট ওয়ার্কসপটি পরিচালনা করেন, জেলা ব্যবস্থাপক ত্রিদীপ চন্দ্র গোলদার। ওয়ার্কশপটি সার্বিকভাবে সহযোগিতা করেন, দুর্গাপুর ব্র্যাক অফিসের অফিসার সেলফ মোছাঃ রুপালী খাতুন।