১৯৭১ ইং সনের এই দিনে ১ নং সেক্টরের রামগড় মহকুমা সদর পাকিস্তানি হানাদার মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৯:৩০ টায় উপজেলা প্রশাসন প্রাঙ্গণ হতে র্যালি হয়ে রামগড় বিজয় ভাস্কর্যে শেষ হয়,সরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী নেতৃত্বে প্রথমে পুস্পমাল্য অর্পণ করে রামগড় উপজেলা পরিষদ, এর পর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবার নেতৃত্বে রামগড় উপজেলা প্রশাসন,পৌরমেয়র রফিকুল আলম কামালের নেতৃত্বে রামগড় পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড রামগড়, রামগড় উপজেলা আওয়ামী লীগের সা,সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর নেতৃত্বে রামগড় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রামগড় শাখা। সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসা উম্রাচিং চৌধুরীর সঞ্চচালনায় স্বাগত ব্যক্তব্য দেন,সাবেক সেনা কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা বাবুল কান্তি মজুদার,আরো বক্তব্য রাখেন সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু,আসাদ ভুঁইয়া(ভাঃ)কর্মকর্তা,খাদ্য গুদাম,বিশেষ অতিথি হিসেবে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম (কামাল),প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ব্যক্তব্য দেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী এবং সভাপতি হিসেবে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবার ব্যক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।