প্রথাগত নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে নানিয়ারচরে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নানিয়ারচরের বিভিন্ন মৌজার মহিলা কার্বারীদের উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যাবস্থাপক মুকুট চাকমার সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, ট্রেনিং ইনস্ট্রাক্টর সুমা চাকমা, টেকসই সামাজিক সেবা প্রকল্প পরিচালক তটিনী চাকমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শিউলী রহমান বলেন, এই কর্মশালা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী নেতৃবৃন্দের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করেন এই নির্বাহী কর্মকর্তা।
কর্মশালায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ১৬টি বিষয়ের উপর আলোচনা সভা করা হয়। এর মধ্যে নারীদের গর্ভকালীন চেকআপ, শিশু জন্মের পরে মায়ের বুকের শাল দুধ খাওয়ানো, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, দুর্যোগসহ বেশ কয়েকটি বিষয়ের উপরে বিশদভাবে আলোচনা করা হয়েছে।