পঞ্চম ধাপে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউপিতে আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে রোববার ৫ ডিসেম্বর ২০২১ইং) আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষনা করেন।
ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন যারা, ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নে জ্ঞান দত্ত ত্রিপুরা, ২নং কমলছড়ি ইউনিয়নে সাউপ্রু মার্মা, ৩নং গোলাবাড়ি ইউনিয়নে উল্লাস ত্রিপুরা, ৪নং পেরাছড়া ইউনিয়নে তপন বিকাশ ত্রিপুরা এবং ৫নং ভাইবোনছড়া ইউনিয়নে পরিমল ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের মধ্যে ২ ইউপিতে নতুন মূখ এসেছে নৌকার মাঝি হয়ে ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়নে ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক জ্ঞান দত্ত ত্রিপুরা, ৩নং গোলাবাড়ী ইউনিয়নে ইউনিয়ন আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক উল্লাস ত্রিপুরা । আগামী ৫ জানুয়ারি ২০২২খ্রি. পঞ্চম ধাপে ৫ ইউপিতে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর। আপিল ১৩-১৫ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান, পঞ্চম ধাপে খাগড়াছড়ি সদর উপজেলার ৫ ইউপিতে আগামী ৫ জানুয়ারী অনুষ্টিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ উৎসবমূখর পরিবেশে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।