• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

জমকালো আয়োজনে খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

নিজস্ব প্রতিবেদক: / ৪৪২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

বেলুন উড়ানো,মোটর শুভাযাত্রা,আনন্দ শুভাযাত্রা, কেক কাটাসহ নানা আয়োজনে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াছড়িতে ২য় তম প্রতিষ্টা বার্ষিকী পালন করেছে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চুক্তিতে পাহাড়ে বসবাসরত বাঙ্গালীদের অধিকার ক্ষুন্ন হয়েছে। বিতর্কিত ও সংবিধান বিরোধী ধারা সমূহ বাতিলে সরকারের হস্তক্ষেপ জরুরী বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন,আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অধিকার আদায়ে অবরোধ কর্মসুচীসহ বৃহত্তর আন্দোলনের আর কোন বিকল্প নেই।আমরা সরকার বিরোধী আন্দোলন নয়,অধিকার আদায়ের আন্দোলন করতে চাই।
পার্বত্য নাগরিক পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইনের সঞ্চালনায় ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির। এছাড়া অনুষ্ঠানে ছাত্র বিষয়ক মনিটরিং কমিটির কমিটির প্রধান শেখ আহমেদ রাজু, স্টিয়ারিং কমিটির সদস্য এডভোকেট আলম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, স্টিয়ারিং কমিটির সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুজ্জামান ডালিম, স্টিয়ারিং কমিটির সদস্য এস এম মাসুম রানা,মহিলা পরিষদের সভানেত্রী সালমা আহম্মেদ মৌ,কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি শাহাদাত সাকিব, সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সদস্য ও মহিলা পরিষদের মনিটরিং কমিটির প্রধান অধ্যক্ষ আবু তাহের।

পাহাড়ে আঞ্চলিক সংগঠনের নামে চাঁদাবাজী, হত্যা ও গুমের সাথে জড়িত সন্ত্রাসীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তাগন বলেন, পাহাড়ী সন্ত্রাসীদের চাঁদাবাজি,খুন গুমের কারণে পাহাড়ের মানুষ আজ অতিষ্ঠ। জনসংহতি সমিতির একটি গ্রুপ থেকে এখন ৪টি গ্রুপে বিভিক্ত হয়ে বছরে শত কোটি টাকার চাঁদাবাজি,নিরীহ বাঙ্গালীদের হয়রানী,জমিজম বেদখল,গুচ্ছগ্রামের মানুষকে নিজ ভুমিতে যেতে বাঁধা দিচ্ছে। চুক্তির দোহাই দিয়ে আঞ্চলিক পরিষদ,জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন,ল্যান্ড কমিশন,টাস্কফোর্সসহ সকল নেতৃত্ব কর্তৃত্ব,চাকুরী ,ব্যবসা-বাণিজ্যে ও সকল সুযোগ সুবিধা পাহাড়ীরা একচেটিয়াভাবে ভোগ করছে। সমাবেশে থেকে পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার,তিন পার্বত্য জেলায় র‌্যাবের ইউনিট স্থাপন,শিক্ষা প্রতিষ্ঠানে পার্বত্য কোটা চালুর দাবী জানানো হয়।
এর আগে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শহরে বিশাল মোটর শোভাযাত্রা ও র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের নারিকেলবাগান,শাপলা চত্বর, আদালত সড়ক হয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে সমাবেশে মিলিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ