রাজশাহীর দুর্গাপুর ব্র্যাকের আয়োজনে নারীর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় রবিবার বেলা ১২.৩০ মিনিটে ব্র্যাক অফিসের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
গত ২৫ শে নভেম্বর থেকে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক এর
উদ্যোগে নারী নির্যাতন নির্মূল করনের লক্ষে ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসসূচীর মধ্যে আগামী ১০শে ডিসেম্বর পর্যন্ত চলবে।
নারী নির্যাতন ও সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্র্যাকের এরিয়া ম্যানেজার আঃ রউফ, দাবি ম্যানেজার সোলাইমান, Bcup ম্যানেজার সুকুমার রায়, নওপাড়া ইউনিয়নের মহিলা মেম্বার বেদেনা বেগম, এছাড়াও দুর্গাপুর ব্র্যাক অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতা ছিলেন, দুর্গাপুর ব্র্যাক এসিস্ট্যান্ট অফিসার সেল্প (SELP) মোছাঃ
রুপালি খাতুন।