খাগড়াছড়ির রামগড়ে ৮ই ডিসেম্বর হানাদার মুক্তদিবস,১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ইং উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে ৩০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০.৩০- ১০.৪৫-ও ১১.৩০ পর্যন্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ,প্রধান অতিথি হিসেবে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা ও অন্যান্যদের মধ্যে ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো.শামসুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃনুরুল আলম(আলমগীর),মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান,সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন, উপজেলা মৎস্যঅফিসার বিজয় কুমার দাস, পিআইও মনছুর আলী, আইসিটি প্রোগ্রামার রায়হান উদ্দিন,রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো.ইফতেখার উদ্দিন উপজেলা পরিষদের নারী সদস্য ও ৪.৫.৬ নং পৌর ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর কনিকা বড়ুয়া,আনসার ও ভিডিপি প্রতিনিধি মোঃ হানিফ,রামগড় উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন সহ রামগড় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।