৩য় ধাপের নির্বাচনে জনদরদী ও সৎ যোগ্য ও মেধাবী তিন চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। বিশৃঙ্খলার কারণে ৪নং মাইসছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে।
মহালছড়িতে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহালছড়ি ১নং সদর হতে রতন কুমার শীল নৌকা প্রতীক, ২নং মুবাছড়ি হতে মুবাছড়ি ইউনিয়নের বাপ্পি খীসা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নির্বাচনে জয়লাভ করেন।৩নং ক্যায়াংঘাট হতে রুপেন্দু দেওয়ান নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পূর্বেই নির্বাচিত হয়েছেন।
মহালছড়ি সদর ইউপিতে সরকার দলীয় প্রার্থী রতন কুমার শীল ৭ হাজার ৩৪৫ ভোট, নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লাব্রেচাই মারমা পেয়েছেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট।
২নং মুবাছড়িতে স্বতন্ত্র প্রার্থী বাপ্পি খীসা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট, নিকটতম প্রতীদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী কংজরী মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫৬ ভোট।
অন্যদিকে মাইসছড়ি ইউপিতে জাল ভোটসহ বিশৃঙ্খলাকরণ অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেছেন প্রিসাইডিং অফিসার কিউট চাকমা।
সদর ইউনিয়ন পরিষদ নর্বনির্বাচিত চেয়ারম্যান বলেন এ জয় জনগণের, ভোটারগণ ভোটকেন্দ্র উপস্থিত থেকে স্বতঃস্ফূর্ত নিজের মতামত প্রকাশ করার শ্রেষ্ঠ সুযোগ পেয়েছেন।