নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে অনুষ্টিতব্য ৫ জানুয়ারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন খাগড়াছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলী।
সোমবার (২৯ নভেম্বর২০২১ইং) সকাল ১০টার দিকে ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বুলবুল আহমেদ।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ১নং খাগড়াছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উলাপ্রু মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যে মারমা, খাগড়াছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্ঞান দও এিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সুইপ্রু মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের নেতা বকুল কান্তি রোয়াজা, খাগড়াছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো:আবুল কাশেম
ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় তৃণমূলের নেতা কর্মীদের আলোচনা সাপেক্ষে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রত্যাশীর ৫ জনের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রত্যাশীরা হলেন ১নং খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আম্যে মারমা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্ঞান দও এিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য সুইপ্রু মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের নেতা বকুল কান্তি রোয়াজা, খাগড়াছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো:আবুল কাশেম।
বক্তারা বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে নৌকার বিকল্প নেই আমরা যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছি দল থেকে যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের লক্ষে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা।
তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।