• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা মানিকছড়িতে বিএনপির দুই নেতা বহিষ্কার মানিকছড়িতে দরিদ্র জেলের মাঝে ছাগল বিতরণ মহেশখালীর নতুন এসিল্যান্ড মোহাম্মদ সাদাত হোসেন রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত  পানছড়িতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ কাপ্তাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ কাপ্তাইয়ের বিএসপিআই এর অধ্যক্ষ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ রাঙামাটি বৈশাখী লোকজ নাট্য উৎসবে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মনোমুগ্ধকর বাউল গান পরিবেশনায় মুগ্ধ দর্শক

মহেশখালীতে মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন গুরুতর আহত পথচারী’সহ ৪

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ২৫৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারের মোটরবাইকের ধাক্কায় এক পথচারী’সহ চালক ও মোটরবাইকেল থাকা আরো দুইজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে। ২৮ নভেম্বর রবিবার রাত আনুমানিক ৭ টার সময় ইউনুছখালী বাজারে টিপু মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
গুরুতর আহত হয়েছে। শওকত আলী (২২) নামের এক পথচারী’সহ আহত পথচারী মাইজপাড়া এলাকার মৃত আব্দুল গাফ্ফারের ছেলে বলে জানা গেছে। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুই যাত্রী। তারা হলেন, হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামের বশর আলীর পুত্র মোটরবাইক চালক গিয়াস উদ্দিন, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে গিয়াস উদ্দিন আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, মোটরবাইক চালাক তিনজন আরোহী নিয়ে বেপরোয়া গতিতে বদরখালী অভিমূখে যাচ্ছিলো। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। আহত শওকত আলী রাস্তা পার হতে গিয়ে মোটর বাইকের সাথে ধাক্কা লাগলে প্রায় বারো হাত দূর থেকে আমার গায়ের উপর পড়েন। এসময় আহত ব্যক্তির কুমর, মাথা, মুখে ও চোখে গুরুতর জখম প্রাপ্ত হয়।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত চকরিয়া জমজম হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, দূর্ঘটনার বিষয়টি খুবই মর্মাত্মিক বলে শুনেছি। তবে তিনি রাস্তার স্প্রীড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা হচ্ছে বলে দাবি করেন। এ এলাকায় বিগত দশ বছরে ৬-৭ জন রোড এক্সিডেন্টে মারা গেছেন। এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার প্রতি মোড়ে মোড়ে, স্কুল-মাদ্রাসার সামনে স্প্রীড ব্রেকার দেয়ার আশ্বাস দিলেও কাজ হয়নি বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত শওকত আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা যায় কুমরের অবস্থা তেমন একটা ভাল নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ