নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেল ৪টায়। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩জন আওয়ামী লীগ মনোনীত এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারশোঁ ইউপির মুস্তাফিজুর রহমান (নৌকা),ভালাইন ইউপির
গোলাম মোস্তফা মন্ডল (স্বতন্ত্র) ঘোড়া, পরানপুর ইউপির মাহফুজুর রহমান (নৌকা), মান্দা সদর ইউপির তোফাজ্জল হোসেন (স্বতন্ত্র) চশমা,গনেশপুর ইউপির শফিকুল ইসলাম চৌধুরী বাবুল (স্বতন্ত্র) আনারস,মৈমন ইউপির
আনিছুর রহমান (স্বতন্ত্র) মটর সাইকেল, প্রসাদপুর ইউপির আব্দুল মতিন মন্ডল(স্বতন্ত্র) ঘৌড়া, কুসুম্বা ইউপির নওফেল আলী মন্ডল (স্বতন্ত্র) মটর সাইকেল, তেঁতুলিয়া ইউপির
এস এম মখলেছুর রহমান (স্বতন্ত্র) চশমা, লুরুল্যাবাদ ইউপির ইয়াসিন আলী প্রামানিক (স্বতন্ত্র) চশমা, কালিকাপুর ইউপির আশরাফুল ইসলাম (স্বতন্ত্র) মোটর সাইকেল, কাঁশোপাড়া ইউপির আব্দুস ছালাম (স্বতন্ত্র) আনারস, কশব ইউপির ফজলুর রহমান (নৌকা), বিষ্ণুপুর ইউপির এস.এম গোলাম আজম (স্বতন্ত্র) আনারস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি দায়িত্ব পালন করে।