• বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চবির অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও তরুণী ধর্ষণের বিচারের দাবি ৩ মাসেও চালু হয়নি খাগড়াছড়ির রবি টাওয়ার মানিকছড়িতে দুই টেকনিশিয়ান অপহৃত!

থানচিতে নারী সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারভিযান

থানচি প্রতিনিধি: / ৫৭৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

বান্দরবানে থানচিতে আর্ন্তজাতিক নারী সহিংসতা বিরুদ্ধে ১৫ দিনে পক্ষ ব্যাপী প্রচারভিযান শুরু হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রচারভিযানে অংশ নিবেন বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। নারী প্রতি সহিংসতা বিরুদ্ধে লিঙ্গ ভিক্তিক সহিংসতা বিরুদ্ধে ১৬ দিনে প্রচারভিযানে বিভিন্ন বিদ্যালয়ের অধ্যায়নরত নারী শিক্ষারাথীদের কাবডি,কেরাম,কেরাতে নানান খেলাধুলাসহ প্রতিযোগীতা, আলোচনা সভা ও বিজয়ীদের পুরুস্কার বিতরন অনুষ্ঠান।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ প্রকল্পের অর্থায়নের স্থানীয় এনজিও সংস্থা তহ্ জিংডং এর আয়োজন করেন। প্রচারভিযানের প্রথম দিনের উপজেলা পরিষদে শহীদ মিনার প্রাঙ্গনে বিদ্যামনি পাড়া কিশোরী ক্লাব,নকথাহা পাড়া কিশোরী ক্লাব,আইলমারা পাড়া কিশোরী ক্লাব,ঙাইক্ষ্যং পাড়া কিশোরী ক্লাবের মধ্যে কাবাডি প্রতিযোগীতা,আলোচনা সভা ও বিজয়ীদের পুরুস্কার বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০ টা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা এনজিও সংস্থা তাহ্ জিংডং প্রশিক্ষণ কর্মকর্তা সাচিং মারমা সভাপতিত্ব করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ সময় বিএনপিএস প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মজুমদার, মনিটরিং অফিসার রিচার্ড ডিও কলিন দেউরি, প্রোগ্রাম এ্যাডভোকেসি হোসনে জাহান, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, তহ্ জিংডং এর মনিটরিং অফিসার নুহাই মারমা প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মে কিশোর কিশোরীরা সচেতন হলে নারী সহিংসতা পথ অবশ্যই মুক্তি পাবে। এ জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সরকারী বেসরকারী ও জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাওয়া আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ