আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে খাগড়াছড়ির রামগড় উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
রবিবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর-সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আসন্ন ইউপি নির্বাচনে খাগড়াছড়ির রামগড়ে নৌকা প্রতীক মনোনয়ন পেয়ে নির্বাচন করার সুযোগ পেলেন রামগড় উপজেলার আওয়ামীলীগর সাধারণ সম্পাদক ও ২নং পাতাছড়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম( আলমগীর) এবং রামগড় সদর ১ নং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সাবেক আহবায়ক মোহাম্মদ শাহ আলম মজুমদার।
চতুর্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ ২৫ নভেম্বর পযর্ন্ত। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর, আর ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পরিবর্তন করে আগামী ২৬ ডিসেম্বর নির্ধারণ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
উল্লেখ: লক্ষীছড়ি মানিকছড়ি রামগড় উপজেলা সহ মোট ৮টি ইউপি”র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।