• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংকে হামলা: ১৮ নারীসহ ৫৩ কেএনএফ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর মানিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা নতুন বাজার আনন্দ মেলা খেলার মাঠে গোলবার প্রদান করলেন কাপ্তাই সেনা জোন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে সি আর মামলার ৭ আসামী গ্রেপ্তার পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএম এ পানি সরবরাহ বন্ধ বাঘাইছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন কাপ্তাইয়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন রামগড়ে তথ্য গোপন করার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মার্মার মনোনয়ন পত্র বাতিল লামায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ ইউপি সদস্যদের অনাস্থা

কালিয়াকৈরে স্বতন্ত্র পদপ্রার্থী মেয়র মজিবুর রহমান প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ / ২০২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

আর মাত্র ৫দিন পর আগামী ২৮ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। ১০ বছর পর নির্বাচনের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় অতিক্রম করছেন, স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী মজিবুর রহমান।

কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের প্রচার-প্রচারণাকালে স্বতন্ত্র পদপ্রার্থী মেয়র মজিবুর রহমান নিজের ভোটের পাল্লাভারী করতে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি।

নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে ভোটের ফলাফল যাই হোক মেনে নিবেন বলে জানিয়েছেন,স্বতন্ত্রপ্রার্থী ও বর্তমান মেয়র মজিবুর রহান।

২০০১ সালের এপ্রিল মাসে গঠিত কালিয়াকৈর পৌরসভায় ২০০৩ সালে কার্যক্রম শুরু হয়। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মো. মজিবুর রহমান মেয়র হিসেবে চেয়ারে বসেন। এরপর সময় পার হলেও শ্রীফলতলী ইউনিয়নের সীমানা নির্ধারন নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো। পৌরসভার সীমানার বিষয়টি সামাধান হলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘেষণা করেন।

পৌরসভার আয়তন- ২৪.৬৬ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ২৫৫৯৬৭ জন। শিক্ষার হার: ৫৪%। কালিয়াকৈর পৌরসভায় মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন।

৯টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ