আর মাত্র ৫দিন পর আগামী ২৮ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। ১০ বছর পর নির্বাচনের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় অতিক্রম করছেন, স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী মজিবুর রহমান।
কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের প্রচার-প্রচারণাকালে স্বতন্ত্র পদপ্রার্থী মেয়র মজিবুর রহমান নিজের ভোটের পাল্লাভারী করতে দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকলে ভোটের ফলাফল যাই হোক মেনে নিবেন বলে জানিয়েছেন,স্বতন্ত্রপ্রার্থী ও বর্তমান মেয়র মজিবুর রহান।
২০০১ সালের এপ্রিল মাসে গঠিত কালিয়াকৈর পৌরসভায় ২০০৩ সালে কার্যক্রম শুরু হয়। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মো. মজিবুর রহমান মেয়র হিসেবে চেয়ারে বসেন। এরপর সময় পার হলেও শ্রীফলতলী ইউনিয়নের সীমানা নির্ধারন নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো। পৌরসভার সীমানার বিষয়টি সামাধান হলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘেষণা করেন।
পৌরসভার আয়তন- ২৪.৬৬ বর্গ কিঃমিঃ। জনসংখ্যা ২৫৫৯৬৭ জন। শিক্ষার হার: ৫৪%। কালিয়াকৈর পৌরসভায় মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন।
৯টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত