• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক আটক মনাটেক যাদুগানালা মৎস চাষ সমবায় সমিতির আমন্ত্রণে পার্বত্য উপদেষ্টার আগমন মহালছড়িতে লামায় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বেলছড়ি-গোমতির একমাত্র সংযোগসড়ক নদীগর্বে বিলীন

নিজস্ব প্রতিবেদক: / ২৫৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি থেকে গোমতি যাতায়াতের মধ্যবর্তীস্থান মধ্যগড়গড়িয়া গোমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রবল নদী ভাঙ্গনের ফলে একমাত্র সংযোগসড়ক গোমতি নদীতে বিলীন হয়ে পরে।

দীর্ঘদিন যাবৎ বর্ষার পানির চাপে নদী ভাঙ্গনের ফলে বর্তমানে যাতায়াতের সংযোগসড়কটি প্রায় ৮৫ শতাংশ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন। দূর্ঘটনার আশংঙ্খা থাকা সত্বেও ঝুঁকি নিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল ও সিএনজিগুলো । তবে ট্রাক ও পিকআপসহ বড় ধরনের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বর্তমানে স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপন্য সামগ্রী বাজারজাতকরণসহ চাষের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহ করতেও দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

সরেজমিনে গেলে গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, অনেক দিন পার হলেও ভাঙ্গা রাস্তাটির উন্নয়নে এখনও কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি ।এমতাবস্থায় শিক্ষার্থীরা চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বিদ্যালয়ে আসা-যাওয়ার সমস্যা হচ্ছে।জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা এই রাস্তাটির উন্নয়নে কাজ করার আশ্বাস দিলেও অদ্যবদি তা বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে স্থানীয় প্রাক্তন মেম্বার মোঃ শাহজাহান সিরাজ বলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এলজিইডি মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী ও জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী সরোজমিনের এসে সড়কটি পরিদর্শন করেছেন। তারা বলেছেন শীঘ্রই উন্নয়নের কাজ করা হবে আশ্বাস দিলেও অদ্যবদি কোন কাজ হয়নি। তিনি জেলা, উপজেলাসহ সরকারী দায়িত্বশীল বিভাগের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ