• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
আলীকদমে চেয়ারম্যান প্রার্থীর অশালীন বক্তব্যর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন রাত পোহালেই ভোট চেয়ারম্যান পদ নির্ভার হলেও ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস নির্বাচনে প্রভাব বিস্তারে রাঙামাটিতে ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র গ্রুপের আগমন প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রেস বিবৃতি দিলো বরকলের সন্তোষ চাকমা ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ পাহাড়খেকো আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ’কে ঠেকাবে কে ? কাপ্তাই সেনা জোনের উদ্যোগে চালু হল ”মানবতার দেওয়াল” কালবৈশাখীর ছোবলে মানিকছড়িতে ঘর-বাড়ি ভেঙে চুরমার বিদ্যুৎ লাইন বির্পযয় রামগড়ে বজ্রপাতে গংজ মার্মার মৃত্যু কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড উপজেলা নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে মরিয়া জেএসএস (সন্তু) খাগড়াছড়িতে নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

নওগাঁয় প্রতিক বরাদ্দের পর পোস্টার সাঁটানোর হিড়িক

আপেল মাহমুদ: / ১৯৪ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নওগাঁর মান্দায় প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের পোস্টার ব্যানার সাঁটানোর হিড়িক পড়েছে। আগামী (২৮ নভেম্বর) স্থানীয় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ইউপি পরিষদ নির্বাচনকে ঘিরে শুক্রবার (১২ নভেম্বর) সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের কর্মীরা পোস্টার সাঁটানো কাজের ব্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে অনেকে মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেছেন। উপজেলার ১৪ টি ইউনিয়ন জুড়ে যেন ভোটের হাওয়া বইতে শুরু করেছে । এই নির্বাচনে কয়েকটি দলের মোট ৯৩ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন।

ভোটযুদ্ধে লড়বেন যেসব দলের চেয়ারম্যান প্রার্থীরা , বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, কমিউনিস্ট (সিপিবি) দলের প্রার্থী, ইসলামী আন্দোলনে বাংলাদেশ দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও সাধারণ সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১৭৩ ও সাধারণ সদস্য (মেম্বার) ৫৪৪ জন ভোট যুদ্ধে লড়বেন ।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশীদ জানান, প্রতীক বরাদ্দের পর পরই পোস্টার ব্যানার সাঁটানো যাবে। তবে নিয়ম মেনেই প্রচার প্রচারণা করতে হবে প্রার্থীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ