নওগাঁর মান্দায় প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের পোস্টার ব্যানার সাঁটানোর হিড়িক পড়েছে। আগামী (২৮ নভেম্বর) স্থানীয় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ইউপি পরিষদ নির্বাচনকে ঘিরে শুক্রবার (১২ নভেম্বর) সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের কর্মীরা পোস্টার সাঁটানো কাজের ব্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে অনেকে মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেছেন। উপজেলার ১৪ টি ইউনিয়ন জুড়ে যেন ভোটের হাওয়া বইতে শুরু করেছে । এই নির্বাচনে কয়েকটি দলের মোট ৯৩ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন।
ভোটযুদ্ধে লড়বেন যেসব দলের চেয়ারম্যান প্রার্থীরা , বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী, কমিউনিস্ট (সিপিবি) দলের প্রার্থী, ইসলামী আন্দোলনে বাংলাদেশ দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও সাধারণ সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ১৭৩ ও সাধারণ সদস্য (মেম্বার) ৫৪৪ জন ভোট যুদ্ধে লড়বেন ।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশীদ জানান, প্রতীক বরাদ্দের পর পরই পোস্টার ব্যানার সাঁটানো যাবে। তবে নিয়ম মেনেই প্রচার প্রচারণা করতে হবে প্রার্থীদের।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত