• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাতে পথে ঘুরে ঘুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন- পুলিশ সুপার  খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদে  কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের- জান্নাতুল ফেরদৌসের বিদায় অনুষ্ঠিত বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কাপ্তাইয়ে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি শীর্ষক অবহিতকরণ সভা কে এই অসহায় বৃদ্ধ : কাপ্তাই উপজেলা সদর হাসপাতাল চত্বরে নিদারুণ কষ্টে মানবতার জীবন যাপন করছেন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সোহেলকে চট্টগ্রামের লোহাগড়া হতে গ্রেফতার সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মত বিনিময় মানিকছড়িতে হত দরিদ্র কৃষক রাকিবের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন জামায়াত নেতাকর্মীরা

যথাযোগ্য মর্যাদায় মহালছড়িতে জেলহত্যা দিবস পালন

রিপন ওঝা,নিজস্ব প্রতিনিধি: / ৪৭৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজনে সন্ধ্যা ৫.৪৫ ঘটিকায় দলীয় কার্যালয়ে শোকসভার মহালছড়িতে ৩ নভেম্বর জাতীয় চারনেতার জেলহত্যা দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে শোক আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬.০০ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নৌকার মাঝি ২৮ নভেম্বর ২০২১ এর চেয়ারম্যান পদপ্রার্থী রতন কুমার শীল সভাপতিত্ব করেন ও দিকনির্দেশনামূলকসহ আগামী ২৮নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও জাতীয় চারনেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করেছে দেশবাসী। পচাঁত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলংকজনক অধ্যায় এই জাতীয় চার নেতা হত্যার দিনটি। ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর, দপ্তর সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড হতে মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ(রতন), সহসভাপতি মোঃ রোকন মিয়া, সহসভাপতি মনিশংকর চৌধুরী, সহসভাপতি রিপন ওঝা, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সহসভাপতি সোহানুর রহমান হৃদয়, সদর ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক অনিক বিশ্বাস, মোঃ হাসান বাবু, মোঃ রায়হান, মোঃ রবিউল হোসেন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ সকল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

উক্ত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশ।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদ মোঃ মনিরুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ