“শেখ হাসিনার দিন বদলে সমাজ সেবা এগিয়ে চলে” এ শ্লোগানে খাগড়াছড়ির গুইমারাতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত দুস্হ ও অসহায়দের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অদদপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যান্যের মধ্যে গুইমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, সমাজসেবা ফিল্ড সুপার ভাইজার মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এবার গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নের ৬১ জন হত-দরিদ্রকে ৩৫০০ টাকা করে ও ৯ জনকে ২৫০০ টাকা করে মোট ২৩৬০০০ টাকার চেক চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ শেষে পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র, দগ্ধ ও প্রতিবন্ধী ৮০ জনের মাঝে প্রায় ২০ লক্ষ টাকা বিতরণ করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।