১লা ডিসেম্বর ২০১৯ ইং সালে মাত্র ৭৮ জন সদস্য নিয়ে আর্তমানবতার সেবা করার লক্ষ্যে স্থানীয় তরুণ যুবকের উদ্যোগে খাগড়াছড়ি জেলার রামগড়ে সৃষ্টি হয় আল্ ওয়াহিদ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংঘটনের।আল্ ওয়াহিদ ফাউন্ডেশনের সদস্যরা মাসিক চাঁদা দিয়ে, গরীব অসহায়,ও সমাজের অবহেলিত মানুষের দ্ধীন ও মানবতার কল্যাণে অর্থ ব্যায় করেই ইতিমধ্যে রামগড় উপজেলাতে সুনাম অর্জন করেছে।
আল্ ওয়াহিদ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংঘটন,এই প্রতিষ্ঠানের প্রতিটা সদস্যের শপথ হচ্ছে জনকল্যাণের জন্য কাজ করে যাওয়া, ২০২০- ২১ সালে করোনাকালীন সময়ে আল্ ওয়াহিদ ফাউন্ডেশনের ভুমিকা ছিলো অন্যতম,করোনাকালীন এই প্রতিষ্ঠান গরীব অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য বিতরণ ও আর্থিকভাবে সহযোগিতা করা সহ বিভিন্ন ভাবে মানুষের পাশে থেকে করোনা মোকাবেলায় যতেষ্ট ভুমিকা রেখেছে।
গত ২বছরে আল্ ওয়াহেদ ফাউন্ডেশনের সফলতার মাঝে উল্লেখ যে ২জন অসহায় মানুষকে ঘর নির্মাণ,চাপ নলকূপ প্রধান ৮ পরিবারের মাঝে,সাবমাসিবল পাম্প ১টি,ব্রীজ নির্মাণ ১টি,করোনাকালীন মসজিদে স্যাবলন,সাবান বিতরণ,মসজিদ ও বাজারে কালোজিরা বিতরণ,অসহায় ক্যান্সারের রোগীকে নগদ টাকা প্রধান,আগুনে পোঁড়া একটি মেয়েকে নগদ টাকা প্রধান,পঙ্গু ১জন মহিলাকে হুইল চেয়ার প্রধান, ঈদের সময় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,ফিতরা সংগ্রহ ও বিতরণ,যাকাতের টাকা দিয়ে একজন মহিলাকে ছাগল প্রধান ও মসজিদ মাদ্রাসার আঙ্গিনায় বৃক্ষরোপণ সহ নানান সামাজি কাজে আল্ ওয়াহেদ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছেন।
আল্ ওয়াহিদ ফাউন্ডেশনের, মূখ্যপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন মানুষের জন্য কিছু করতে বেশি অর্থ লাগে না,শুধু সৎ উদ্দেশ্য থাকলেই হয়।আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে দ্ধীন ও মানবতার কল্যাণের জন্য, রামগড় উপজেলার হতদরিদ্র অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্যই,আল্ ওয়াহিদ ফাউন্ডেশনের সদস্যদের মাসিক চাঁদা দিয়েই বর্তমানে এই ফাউন্ডেশন পরিচালনা করা হচ্ছে।। আমরা আর্তমানবতার সেবার এই ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরে মানুষের সহযোগিতা কামনা করছি।