আনোয়ার হোসেন,পানছড়ি প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির উদ্যোগে আজ পানছড়ি উপজেলার ৪০টি অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ঈদের খুশি বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা শাহেদুল হোসেন সুমন, উপদেষ্টা ডা. শিমুল কর, এবং সমিতির সভাপতি বোরহান উদ্দিন বাবু। এছাড়া, সমিতির অন্যান্য সদস্যরা এ সময় ঈদ উপহার বিতরণ করেন এবং প্রত্যেকের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।
বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির লক্ষ্য শুধু ঈদ উপহার বিতরণ নয়, বরং ভবিষ্যতে সমাজের অতি গরীব ও অসহায়দের সাহায্য করার জন্য আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া। সমিতির সদস্যরা জানান, তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তারা আরও বৃহত্তর পরিসরে সমাজের উন্নয়নে অবদান রাখতে চান।
সমিতির সভাপতি বোরহান উদ্দিন বাবু বলেন, “আমরা সবসময় চেষ্টা করি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। ঈদ উৎসবের আনন্দ তারা যেন আরো ভালোভাবে উপভোগ করতে পারে, এ জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এ ধরনের উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে আরও বড় আকারে এই ধরনের সহায়তা প্রদান করার পরিকল্পনা রয়েছে সমিতির।