শফিক ইসলাম, মহালছড়ি উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাস্থ মাইসছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২৮ মার্চ শুক্রবার মাইসছড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে হাজার হাজার পাহাড়ী-বাঙ্গালী সহ সকল ধর্মালম্বী ও সম্প্রদায়ের মানুষদের নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির কর্ম সংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও ৩ পার্বত্য উন্নয়ন বোর্ডের চেযারম্যান ওয়াদুদ ভূইয়াকে প্রধান অতিথি করে দোয়াও ইফতার মাহফিল আয়োজন করেন মাইসছড়ি ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি মংসুথৌয়াই চৌধুরী,ক্ষেত্র মোহন রোয়াযা, সাধারণ সম্পাদক এমএন আবছার,যুগ্ন-সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদনের সভাপতি মোঃ মাহবুবুল আলম সবুজ,উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক প্রমুখ।
পাহাড়ের নেতাকে দেখতে হাজার হাজার মানুষের ঢল ইফতারে
দোয়া ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেতা জিয়ার রোগ মুক্তি কামনা করে ওয়াদুদ ভূইয়া বলেন,আজ আমি খুবই আনন্দিত এবং গর্বিত, এই মাইসছড়ি মাঠে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদ চারণা রয়েছে সে মাঠে দাঁড়িয়ে পাহাড়ী বাঙ্গালী সহ সকল সম্প্রদায়ের মানুষের সাথে ইফতার করতে পারতেছি এটা আমার জন্য সৌভাগ্য। সেই সাথে তিনি আরো বলেন,আপনারা আর ভেদাভেদ।সৃষ্টি করবেন না, এভাবে মিলে মিশে থাকবেন।মনে রাখবেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
উল্লেখ্য ইফতার মাহফিলে মাইসছড়ি বাজার মসজিদে ইমাম দেশ নেত্রীর রোগমুক্তি কামনা, তারেক রহমানের দীর্ঘায়ু,ওয়াদুদ ভূইয়ার সুস্থতার জন্য দোয়া করেন, এবং দেশ বাসী সহ পুরো বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তি কামনা করেন।