দৈনিক পার্বত্যকন্ঠঃ
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে গুইমারা উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,”ঈদুল ফিতর আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির উৎসব। এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য এ দিনটি নিয়ে আসে অপার খুশি ও আনন্দ। ঈদ মানেই ভালোবাসা ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ। আমি গুইমারা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। তিনি আরও বলেন, “ঈদের মূল শিক্ষা হলো সাম্যের বন্ধনে আবদ্ধ থাকা। আসুন, আমরা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করি, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুইমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে নানা মানবিক কার্যক্রম ও সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।