আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
মাহে রমজান উপলক্ষে কেনাকাটায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দর নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। এ সময় বিভিন্ন দোকানে অধিক মূল্য রাখার অভিযোগে ৭টি মামলায় সাড়ে ৭হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার বিকেলে উপজেলার প্রধান হাট মানিকছড়ি বাজারে(রাজবাজার)ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া।
এ সময় তিনি বিভিন্ন দোকানে অধিক মূল্যে গ্রাহক হয়রানিসহ নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ৭টি মামলার আওতায় সাড়ে ৭হাজার টাকা জরিমানা আদায় করেন।
ঈদকে ঘিরে নিরবচ্ছিন্ন কেনাকাটায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের সর্তক করেন তাহমিনা আফরোজ ভুঁইয়া।