ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি: স্বাবলম্বী প্রতিটি মানুষ ইসলামিক নিয়ম অনুযায়ী যাকাত দেয়া দায়িত্ব ও কর্তব্য। সকলকে যাকাত বিষয়ে সচেতন হতে হবে।এবং মহান স্বাধীনতা দিবসে বাঙালী জাতি যুদ্ধ করে দেশকে স্বাধীন করায় আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি।
বুধবার (২৬মার্চ) সকাল ১১টায় কাপ্তাই মডেল মসজিদে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ২০২৪-২৫অর্থ বছরে সরকারি ভাবে যাকাত বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইফা কেয়ারটেকার সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই ফিল্ড সুপার ভাইজার মো.নাছির উদ্দিন। তিনি জানান, সকাল হতে ইফা কর্তৃক খতমে কুরআন, জাতীয় দিবসের আলোচনা এবং সরকারি ভাবে কাপ্তাইয়ের অসহায় দুস্থ গরীবের ১০জনকে জনপ্রতি ছয় হাজার টাকা করে মোট ৬০হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এসময় ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার মাওলানা আব্দুল ছালাম ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।