মহিউদ্দীন চৌধুরী,(পটিয়া) চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ সোমবার ২৪ তারিখ ২০২৫ ইং পটিয়ায় স্বনামধন্য রেস্টুরেন্ট হলে সাংবাদিক ইসমাইল হোসেন সম্রাট এর সঞ্চালনায়, ও উক্ত সংগঠনের সভাপতি ই-টেন টিভি প্রাইম এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃরিদুওয়ানুল হকের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
এসময় উক্ত আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আ.ন.ম সেলিম উদ্দিন চৌধুরী। এমএহামিদ, এসএম রাশেদ, মোরশেদ আলম, ফরিদ উদ্দিন, রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নীরব, মোহাম্মদ ওয়াসিম, ওসমান গনি, মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের অন্যতম সদস্য হেলাল উদ্দিন নিরব, পরে আলোচকরা রমজানের তাৎপর্য তুলে ধরেন। আলোচকরা বলেন, এই চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করতে সক্ষমতা অর্জন করেছে, আগামীতে এই সংগঠন মানব কল্যাণে কাজ করে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা,শেষে প্রবাস দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।