মহিউদ্দীন চৌধুরী,পটিয়া।।
পটিয়া উপজেলায় অগ্নিদুর্গত ২২ জেলে পরিবার পেল ঢেউ টিন ও চাল। ১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে এ ঢেউ টিন ও চাল বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ দেও জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন বকুল।
প্রসঙ্গত, গত ৯ মার্চ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ২২ জেলে পরিবার নিঃস্ব হয়ে যায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ১% বরাদ্দ থেকে ঢেউ টিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে চাল বিতরন করা হয়।