কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধকালীন সময়ে অবৈধভাবে লেক হতে মাছ ধরে বিক্রির অপরাধে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন( বিএফডিসি) এর অভিযানে কাপ্তাই নতুনবাজার এলাকা হতে ১০ কেজি রুই ও আইল মাছ আটক করা হয়। এইছাড়া কাপ্তাই লেকের কেংড়াছড়ি এলাকা হতে অবৈধভাবে মাছ শিকারের সময় ৫শ মিটার কারেন্ট জাল এবং ২ হাজার মিটার সুতার জাল আটক করা হয়।
কাপ্তাই বিএফডিসির ব্যবস্হাপক মো.মাসুদ আলমের নেতৃত্বে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে নতুনবাজার এলাকা এবং কেংড়াছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিএফডিসির ব্যবস্হাপক মাসুদ আলম জানান, আটককৃত আইল ও রুই মাছ নিলামে বিক্রয় করা হয় এবং কারেন্ট ও সুতার জাল গুলো পুড়িয়ে ফেলা হবে।