• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১৩৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “জীবাশ্ম জ্বালানিকে না বলুন” ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস -২০২৫ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জনসচেতনতামূলক মানববন্ধনে অংশ নেন একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট ( ইয়েস) গ্রুপ সদস্য, নারী কল্যাণ সমিতি, জাবারাং এনজিও সহ বিভিন্ন এনজিও সদস্য ও সাধারণ শিক্ষার্থী’রা।

জনসচেতনতামূলক মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি’র সভাপতি শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাক সহ-সভাপতি অংসুই মারমা, সনাক সদস্য মোঃ জহুরুল আলম, ইয়েস নেতা মোঃ আরাফাত হোসেন রিজভী, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান, টিআইবি সদস্য মোঃ জাহাঙ্গীর সহ সাধারণ শিক্ষার্থী’রা।

এ সময় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। দূষণমুক্ত ক্লিন এনার্জি টেকসই ভবিষ্যৎ গড়তে সবাইকে এক হয়ে কাজ করা এবং যেসব জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর সেসব দ্রব্য পরিহার করতে অনুরোধ জানান।

জনসচেতনতা মূলক মানববন্ধনে –
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস এ টিআইবি ১২টি দাবি উপস্থাপন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো –

১/ পরিবেশ আইনের আওতায় বিধিবদ্ধ করে সকল প্রকার জ্বালানি এবং বিদ্যুৎ প্রকল্পের জন্য ত্রুটিমুক্ত পরিবেশগত প্রভাব সমীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরীবিক্ষণ ও যাচাই নিশ্চিত কত হবে।
২/ জ্বালানির দাম নির্ধারণ সহ প্রাতিষ্ঠানটির ম্যান্ডেট অনুসারে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করতে হবে।
৩/ আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত জ্বালানি খাতের সকল প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করতে হবে।
৪/ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে হবে।
৫/ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর প্রক্রিয়ায় তরুণ সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ