• শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ইউএনওর আন্তরিকতায় ভারসাম্যহীন শিরিনকে খুঁজে পেলেন অভিভাবক! লামায় অস্ত্রসহ ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য আটক দীঘিনালায় সহকারী উপ পুলিশ পরিদর্শক গ্রেফতার

লামায় বৈমম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান / ১৭৮ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
বুধবার ৮ জানুয়ারি সন্ধায় লামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লামা উপজেলা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ আসিফ ইকবাল বলেন, ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দুই হাজার এর অধিক শহীদের শাহাদাতের বিনিময়ে এবং লক্ষাধিক আহত ভাই বোনদের ভ্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি আওয়ামীলীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, নাশকতা ও সংগঠিত হওয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

গত ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ৪টা জানুযারি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে লামা রুপসীপাড়া ইউনিয়ন ও লামা পৌর এলাকায় প্রসাশনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সংঘঠিত হয়ে নাশকতা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে দেখা গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের প্রাণ নাশের হুমকি প্রদান করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, তারা কিভাবে সংগঠিত হয়ে এরকম নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে; তা আমাদের বোধগম্য নয়।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তার দোসরদের গ্রেফতার করে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা জুলাই বিপ্লবের চেতনাধারী সর্ব স্তরের ছাত্র জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বান্দরবানের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ বলেন, অত্যান্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, লামার প্রাকৃতিক সম্পদ যেমন বালু, পাথর এবং পর্যটন খাত নিয়ে নানা রকম সিন্ডিকেট ও ষড়যন্ত্র চলমান রয়েছে। অনতিবিলম্বে এইসকল ফ্যাসিবাদের তৈরি চক্রান্তকারী সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং পর্যটন স্পষ্ট গুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি করতে হবে। যদি সম্ভব হয় প্রধান পর্যটন স্পট গুলোতে পুলিশের অস্থায়ী চৌকি স্থাপন করতে হবে।

রেড ক্রিসেন্ট, ইউএনডিপিসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার আড়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে হাজারো ছাত্রের রক্তে অর্জিত বিপ্লবকে ব্যার্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এ সমস্ত সেবা সংগঠন থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে”। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আরো বলেন,
“লামা থানার পুলিশ স্বৈরচারের কয়েকজন দোসরকে আজ আটক করেছে, এ জন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করছি”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ