• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরকলে ছাত্র অধিকার পরিষদ’র ভূষণছড়া ইউনিয়ন কমিটি গঠিত প্রণোদনা ও আইন দিয়েও ঠেকানো যাচ্ছেনা লামা-আলীকদমে জ্যামিতিক হারে বাড়ছে তামাক চাষ রামগড় ৪৩ বিজিবির অভিযানে চারশ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত দীঘিনালায়  জাতীয় ভোটার দিবস পালিত পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মহালছড়িতে পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২৫ আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সূর্য মামার দেখা নেই, তীব্র শীতে কাবু মানুষ 

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ / ১০০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

 

 

বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেশির ভাগ সময় দেখা মিলছে না সূর্যের। এ সময় বেশি অসুবিধায় পড়তে হয় শিশুদের নিয়ে। এক শিশুকে এভানে কাপড় মুড়িয়ে বের হয়েছেন অভিভাবক। ৪ঠা জানুয়ারী শনিবার বান্দরবান।

শীতে কাঁপছে সারা দেশ, চরম দুর্ভোগে দরিদ্র-ছিন্নমূল মানুষ *

পার্বত্য জেলা বান্দরবানে  জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। ভোরের পাহাড় কিংবা গাছের চারায় শিশিরের মুক্তোদানা শীতের উপস্থিতি জানান দিচ্ছে । সমতল কি পাহাড়ি অঞ্চল, সর্বত্র এখন শীতের ডাক। রাতের কুয়াশার আবরণ আর সকালের শিশিরবিন্দু দেখে আপ্লুত হন অনেকে। দিনভর ঠান্ডা  সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত দেখা দিচ্ছে ঘন কুয়াশা।

মূল শহরে শীতের তীব্রতা অনুভূত হলেও পাহাড়ি গ্রামগুলোতে বেশ জাকিয়ে পড়ছে শীত। দিনের অর্ধেক পার হয়ে গেলেও অনেক জায়গায় মিলছে না সূর্যের দেখা। পাশাপাশি কুয়াশার আধিক্যও রয়েছে বেশ। শীতের প্রভাবে প্রায় জবুথবু অনেক পাহাড়ি জনপদ।

শীতের সকাল যত আরামের তার চেয়ে দ্বিগুণ কষ্ট নিয়ে হাজির হয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। ভোরের আলো ফুটতেই জীবিকার টানে শ্রমজীবী মানুষের বাইরে ছুটে চলা। কেউ হুক্কায় টান দিয়ে কিংবা চা খেয়ে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন কুয়াশামাখা সকালে।

শহরের আর্মিপাড়া-র   এলাকার বাসিন্দা আরিফুর   বলেন, একপ্রকার বাধ্য হয়েই সকালে বের হতে হয় আমাদের। কারণ আমরা খেটে খাওয়া মানুষ, কাজ করলে তবেই পেটে ভাত জুটে।

আরেক বাসিন্দা সোলাইমান   বলেন, পাহাড়ি এলাকাগুলোতে শীত একটু বেশিই পড়ছে। কিন্তু জীবিকার তাগিদে বের হতে হচ্ছে। দিয়ে তারপর জমিতে যাব কাজ করতে।

সরেজমিনে দেখা যায়, শীতকে সঙ্গী করে পাহাড়ি রমনীরা সকালে হাটে যাওয়ার উদ্দেশে পিঠে বাঁশের ঝুড়িতে কৃষিপণ্য নিয়ে গ্রামের পথ পাড়ি দিচ্ছেন।

কুয়াশামাখা সকালে রাস্তার পাশে বসে পড়েছেন কলাসহ নানান কৃষিপণ্য বিক্রির জন্য। জীবন যেন থেমে থাকার নয়। শীতের এই সকালে বাংলার চিরায়ত ঐতিহ্য পিঠা খাওয়ার দৃশ্য পাহাড়ি এই অঞ্চলেও ধরা দেয়।

এদিকে শীত আসতেই গরম পোশাক কেনার ধুম পড়েছে পাহাড়ি এই জেলায়। সকাল থেকে সন্ধ্যা মানুষজন ভিড় করছেন গরম পোশাকের দোকানে। বিক্রেতারাও জানালেন, কেনাকাটা ভালো হচ্ছে।

কে,এস প্রু  মার্কেট – এলাকার বিক্রেতা রহিম মিয়া বলেন, আমাদের কাছে পর্যাপ্ত শীতের পোশাকের কালেকশান আছে। মানুষজনও কেনাকাটা করছেন। ঠান্ডা ধীরে ধীরে বাড়ছে, আশা করছি সামনে বিক্রি আরও বাড়বে।

বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার ক্যা চি নু মারমা বলেন, শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। রাত ১২ থেকে সকাল ৭ টা পর্যন্ত তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এলাকাভেদে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলছে। তবে কুয়াশার স্থায়িত্ব বেশি নয়।

আগামীতে তীব্র কুয়াশা না পড়লেও পাহাড়ি এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা বাড়বে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ