• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
পটিয়ায় হাইদগাঁও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগের দাবিতে লিপলেট বিতরণ ও প্রতিবাদ সভা গোয়ালন্দে বৃহৎ পরিসরে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন  গোয়ালন্দে হাসপাতালে রোগীর চাপ, হিমশিম ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মানিকছড়িতে আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ ক্যান্সার চিকিৎসা ও দরিদ্র কন্যার বিয়েতে হাফিজ আহমেদের অনুদান দৌলতদিয়ার প্রকাশ্যে বসে মাদকের হাট! এক ডজন কোটিপতি মাদক ব্যবসায়ী বহাল তবিয়তে লামায় যে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাস করেনি কোনো শিক্ষার্থী জামায়াতের ওলামা বিভাগের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত শান্তি পরিবহনের চাপায় নারী নিহত মিলনপুর বন বিহারে পবিত্র শুভ আষাঢ়ী পূর্ণিমা পালিত তিন পার্বত্যঞ্চলে বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা

লামায় অগ্নিসংযোগের ঘটনায়-৪ আসামী গ্রেফতার

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ / ৩০৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ

লামার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বেতছড়া পাড়ায় ১৬টি মাচাং ঘর আগুনে পুড়িয়ে দেয়ার বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম(বার)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে লামায় আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরিদর্শন শেষে দুপুরে লামা থানায় স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম(বার) বলেন, গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীগণ বাদী গুঙ্গামনি ত্রিপুরা ও ভিকটিমগণের নিকট হতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না পাওয়ায় গত ২৫ ডিসেম্বর ২০২৪ইং রাতে বাদী ও অন্যান্য ভিকটিমগন বাড়ীতে না থাকার সুযোগে আসামীগণ রাত অনুমান ১২টা হতে ১টার মধ্যে মাচাং ঘরে আগুন ধরিয়ে দিলে ১৬টি মাচাং ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। যাতে অনুমান ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন হয়।

বাদীর অভিযোগের ভিত্তিতে লামা থানার মামলা নং-০৮, তারিখ-২৬/১২/২০২৪ইং রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথে পুলিশ সুপার, বান্দরবান দ্রুততম সময়ের মধ্যে আসামী গ্রেফতার করার নির্দেশনা প্রদান করেন। উক্ত বান্দরবান নির্দেশনা মোতাবেক বান্দরবান জেলা ও লামা থানা পুলিশের তৎপরতায় এজাহারনামীয় ০৭(সাত) জন আসামীর মধ্যে আসামী ১। স্টিফেন ত্রিপুরা ২। মসৈনিয়া ত্রিপুরা ৩। যোয়াকিম ত্রিপুরা ৪। মো. ইব্রাহিম সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। করেন।

তিনি আরো বলেন, মামলার রুজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ঘর পোড়া মামলার উক্ত আসামীদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ চাঞ্চল্যকর ঘর পোড়া মামলার ঘটনা সংগঠনের কথা স্বীকার করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লামার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের দুইটি গ্রুপের আধিপত্য ও দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গতরাত অভিযান চালিয়ে ৪ জন আসামী গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে। আসামীদের রিমান্ড চাইবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ