• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বরকলে ছাত্র অধিকার পরিষদ’র ভূষণছড়া ইউনিয়ন কমিটি গঠিত প্রণোদনা ও আইন দিয়েও ঠেকানো যাচ্ছেনা লামা-আলীকদমে জ্যামিতিক হারে বাড়ছে তামাক চাষ রামগড় ৪৩ বিজিবির অভিযানে চারশ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত দীঘিনালায়  জাতীয় ভোটার দিবস পালিত পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মহালছড়িতে পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২৫ আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বান্দরবানে চোরচক্রের সদস্য গ্রেফতার, স্বর্ণলঙ্কার উদ্ধার

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ / ১৭১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ বান্দরবানে চোরচক্রের সদস্য মংহ্লাসিং মারমা (২০) ওরফে ‘মনাইয়্যা’ গ্রেফতার হয়েছে। পুলিশ তার কাছ থেকে সাত ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৬৩ হাজার টাকা, স্মার্ট ফোনসহ আরও অনেক মূল্যবান মালামাল উদ্ধার করেছে।

“মামলা রুজুর পর দ্রুত সময়ের মধ্যে চুরি সাথে জড়িত আসামি গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলেন – পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।

২৩ ডিসেম্বর সোমবার বান্দরবান জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) ।

গত ২০ ডিসেম্বর পৌরসভার ০৫ নং ওয়ার্ড উজানী পাড়াস্থ এলাকায় চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ০৮.২০ ঘটিকায় এজাহার দায়ের করেন। যাহার মামলা নং-১০, তারিখ : ২৩/১২/২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা- ৪৫৪/৩৮০ দণ্ডবিধি রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সাথে সাথে পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা মহোদয় দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতার এবং চোরাইমাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের পরামর্শক্রমে সদর থানার অফিসার ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক টিম গঠন করেন। তৎপরবর্তী উক্ত টিম অভিযান পরিচালনার লক্ষ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতঃ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপরাধীকে শনাক্ত করেন।

২৩ ডিসেম্বর সকালে বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার ০৪ নং ওয়ার্ড, মার্মা বাজার এলাকা থেকে অপরাধীকে আটক করে এবং অপরাধীর নিকট থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও চোরাইকৃত নগদ অর্থে ক্রয়কৃত ০১ টি Android মোবাইল, ০২ টি স্বর্ণের বালা, ০৩ টি স্বর্ণের চেইন, ০৭ টি স্বর্ণের আংটি, ০৩ জোড়া স্বর্ণের কানের দুল সহ তার দেখানো অন্যান্য আলামত উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

অপরাধীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত অপরাধী বান্দরবান সদর থানার মামলা নং- ২১/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা- ৪৫৭/৩৮০/২১৫ মূলে রুজুকৃত মোটরসাইকেল চুরি মামলারও আসামি। এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মামলার বাদী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ