খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বাংলাদেশের মেগা প্রকল্প সীমান্ত সড়ক নির্মানের কাজ শুরু করার জন্য সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। পরিদর্শন টিমের সুত্রে জানা গেছে, বাংলাদেশের রামগড় সীমান্ত সুরক্ষিত রাখা নিয়মিত টহল জোরদার বাড়ানোর জন্য, ইতিপূর্বে প্রতিবেশী দেশ ভারতের মতই বাংলাদেশও এখন সামনের সারিতে। দ্রুত সড়কের জমি সংক্রান্ত তথ্য উপাত্ত, অধিগ্রহন, যাচাই বাছাই করার কাজ শুরু হতে যাচ্ছে সীমান্তে । এসড়ক বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত হয়ে পর্যায়ে ক্রমে সারাদেশে নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
গত -২৩ আগস্ট (সোমবার)দুপুর ১২টার সময় মেজর খালেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সীমান্ত সড়কের স্থান পরিদর্শন করে গেছেন । এসময় সেনাবাহিনীর মেজর খালেদ বলেন, দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে পার্বত্য চট্টগ্রামে আরেকটি বৃহৎ প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার।সীমান্ত সড়কের কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হবে বলেও জানান তিনি।
এসময় পরির্দশন দলের সাথে সীমান্ত সড়ক প্রকল্প এলাকা ঘুরে দেখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। সেনাবাহিনীর মেজর খালেদ, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু, মাহমুদ উল্লাহ মারুফ এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।