• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

রামগড়ে হচ্ছে সীমান্ত সড়ক,সীমান্ত সুরক্ষা রাখার লক্ষ্যে

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি; / ৪৫৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বাংলাদেশের মেগা প্রকল্প সীমান্ত সড়ক নির্মানের কাজ শুরু করার জন‍্য সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। পরিদর্শন টিমের সুত্রে জানা গেছে, বাংলাদেশের রামগড় সীমান্ত সুরক্ষিত রাখা নিয়মিত টহল জোরদার বাড়ানোর জন্য, ইতিপূর্বে প্রতিবেশী দেশ ভারতের মতই বাংলাদেশও এখন সামনের সারিতে। দ্রুত সড়কের জমি সংক্রান্ত তথ্য উপাত্ত, অধিগ্রহন, যাচাই বাছাই করার কাজ শুরু হতে যাচ্ছে সীমান্তে । এসড়ক বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত হয়ে পর্যায়ে ক্রমে সারাদেশে নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

গত -২৩ আগস্ট (সোমবার)দুপুর ১২টার সময় মেজর খালেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সীমান্ত সড়কের স্থান পরিদর্শন করে গেছেন । এসময় সেনাবাহিনীর মেজর খালেদ বলেন, দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে পার্বত্য চট্টগ্রামে আরেকটি বৃহৎ প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার।সীমান্ত সড়কের কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে করা হবে বলেও জানান তিনি।

এসময় পরির্দশন দলের সাথে সীমান্ত সড়ক প্রকল্প এলাকা ঘুরে দেখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। সেনাবাহিনীর মেজর খালেদ, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু, মাহমুদ উল্লাহ মারুফ এছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ