• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দীঘিনালায় ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে অসহায় আহমদ আলী পরিবারের রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন-সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন যামিনীপাড়া জোন রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ

পরিবারের সচ্ছলতা ফেরাতে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম, হত দরিদ্র মাঝি পেলো নৌকা উপহার

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি / ১৫০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

শফিক ইসলাম,মহালছড়িঃ  আর্থিক অভাবে অনটনে পড়ে থাকা বেকার এক মাঝিকে মহালছড়ি সেনা জোন কতৃক প্রদান করা হয়েছে যাত্রী পারাপার যোগ্য নৌকা,

নৌকা প্রদান অনুষ্ঠানটি ক্যায়াংঘাট ইউনিয়নে ভান্ডারী ঘাট নামক স্থানে অনুষ্টিত হয়ে ২২ ডিসেম্বর (রবিবার) মহালছড়ি সেনা জোনের উদ্যোগে। মূলত এই ঘাট দিয়ে প্রতিদিন ক্যায়াংঘাট, সাতগড়িয়া ও রাঙ্গাপানিছড়া,যাদুগানালা সহ আরো বেশ কয়েকটি এলাকার প্রায় ৩ থেকে ৪ শতাধিক জনসাধারণ, ছাত্র-ছাত্রী,বিভিন্ন পেশাজীবি মানুষ মহালছড়ি, খাগড়াছড়ি, মাইসছড়ি বাজার ও বিভিন্ন স্কুলে,কলেজ,ধর্মীয় প্রতিষ্ঠান,অফিস আদালতে যাতায়াত করে থাকে।

পূর্বে এই ঘাটে দরিদ্র কোরবান আলী একটি নৌকা দিয়ে মানুষ পারাপার করলেও বেশ কিছুদিন ধরে তার পুরাতন নৌকাটা একেবারেই অচল হয়ে যায়, যা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, এমতাবস্থায় ব্যাপক ভোগান্তিতে পড়ে গ্রামবাসী, এতে কর্মহীন হয়ে পড়ে কোরবান আলী,আর্থিক ভাবে খুবই অসচ্ছলতার সম্মুখীন হয় তার পরিবার,

মহালছড়ি জোন কতৃক উদ্ভোদন পূর্ববর্তী সাজিয়ে রাখা নৌকাটি

এই বিষয়টি জানতে পেরে মহতী উদ্যোগে গ্রহণ করে বাংলাদেশ সেনা বাহিনী মহালছড়ি জোন, চেঙ্গী নদী পারাপারের সুবিধার্থে দরিদ্র মাঝি কোরবান আলীকে একটি নতুন নৌকা উপহার স্বরুপ প্রদান করেন। জোনের এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সহজতর হবে, পাশাপাশি দরিদ্র মাঝির আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কোরবান আলী নতুন নৌকা পেয়ে সেনা জোনের প্রতি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, পুরাতন ছোট নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় নৌকার অভাবে যাত্রী পারাপার করতে অনেক সমস্যায় পড়তে হতো। নতুন এই নৌকা দিয়ে পরিবার চালানোর পাশাপাশি স্থানীয় পাহাড়ি বাঙালি ছাত্র-ছাত্রীদেরকে আরও সেবা দিতে পারবেন । মহালছড়ি সেনাজোন আগামীতেও এমন আরও উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে।

জোন কতৃক উপহার নৌকাটি দিয়ে মানুষ পারাপারের চিত্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ