• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

বনবিহারে  দিনব্যাপি  আকাশ প্রদীপ প্রজ্বলন সমাপনী ও স্থবির ভরণ অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে

শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধি / ১৪৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

শফিক ইসলাম,মহালছড়িঃ খাগড়াছড়ি পার্বত্য জেলাস্থ মহালছড়ি  মিলনপুর বনবিহারে মাসব্যাপি আকাশ প্রদীপ প্রজ্বলন সমাপনী ও স্থবির ভরণ মহতি পূণ্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ৮.০০ টা মিলনপুর বনবিহারে  বৌদ্ধ পতাকা উত্তোলন এবং  অনুষ্ঠান শুরু আগে পাঁচ মিনিট ভাবনা অনুশীলন করান বিহার অধ্যাক্ষ শ্রদ্ধেয় শ্রদ্ধা তিষ্য ভিক্ষু।
 শ্রবক বুদ্ধ অনুশাসিত  মিলনপুর বনবিহার ২৩তম ঐতিস্যবাহী  এক মাসব্যাপি চুলা মনি চৈত্যর কেষ ধাতু উদ্দেশ্য সমাপনী ও স্হবির ভরণ অনুষ্ঠানে এতে  ত্রিশরন প্রার্থনা, পঞ্চশীল গ্রহন, বুদ্ধমর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান,পিন্ড দান,আকাশ প্রদীপ দান,  ৮৪ হাজার প্রদীপ দান ও আকাশপ্রদীপ প্রজ্বলন নানান পানীয় দান করা হয়।
মহতি পূণ্যানুষ্ঠানে সঞ্চলনায়  ছিলেন, বেবি চাকমা ও  তন্নি খীসা, মাসব্যাপি হয়ে যাওয়া আকাশ প্রদীপ প্রজ্বলন সমাপনী ও স্থবির ভরণ মহতি পূণ্যনুষ্ঠানে  ভিক্ষুসংঘ মঞ্চে আসন গ্রহন ও ফুল দিযে  ভরন করেন,  লালন বিহারি চাকমা। অনুষ্টানে ত্রিশরণ প্রার্থনা ছিলেন  সহকারী শিক্ষক সুশময় চাকমা, শ্রাদ্ধেয় জ্ঞান ছদক ভিক্ষুকে ক্রস দিয়ে স্থবির ভরণ করেন মিলনপুর বনবিহারে সভাপতি  দেবব্রত চাকমা। পূর্ণ্যানুষ্টানে আয়োজনে করেন মিলনপুর বনবিহার এলাকায় বাসি ও সহযোগিতা সার্ম্মাডিট্ঠি  ফাউন্ডেশন সদস্য বৃন্দ।
পূণ্যানুষ্ঠানে  স্বধর্ম দেশনা প্রদান করেন  মিলনপুর বনবিহারে অধ্যাক্ষ শ্রাদ্ধেয় শ্রদ্ধাতিষ্য ভিক্ষু, জ্ঞান ছদক ভিক্ষু, বোধিপ্রিয় ভিক্ষু,মুবাছড়ি বনবিহারে অধ্যাক্ষ সুমনাতিষ্য ভিক্ষুসহ বিভিন্ন বিহার থেকে আগত  ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। উপস্থিত অত্র বিহারে সভাপতি দেবব্রত চাকমা ,সাধারন সম্পাদক নীল রঞ্জন চাকমা, মুবাছড়ি ইউনিয়নে ইউপি সদস্য ৫/৬নং ওয়ার্ডের রিপন চাকমা ও যুদ্ধ রঞ্জন চাকমাসহ  মিলনপুর বনবিহারে এলাকাবাসি বিভিন্ন গ্রামের  কার্বারী ও বৌদ্ধধর্মে হাজার হাজার অনুসারি,  দাযক- দাযিকা উপস্থিত ছিলেন।
স্হবির  ভরণ (সন্মাননা) অনুষ্ঠানে শ্রাদ্ধেয় জ্ঞান ছদক ভিক্ষু স্বধর্ম দেশনায় মিলনপুর বনবিহারে এলাকায় বাসি উদ্দেশ্য  বলেন  ভিক্ষু জীবনের দশ ওয়া মানেই (দশ বর্ষা বাস) দশটা বছর পুর্ণ  অর্জন করেন স্হবির  লাভ করেন। ভিক্ষু জীবনে যে পূর্ণ্য অর্জন করেছেন সবাইকে পূণ্যরাশি দান করেছেন। আবার বলেন দায়ক – দাযিকাদের গৃহী জীবনের  পঞ্চশীল  মানেই (পাঁচটা নীতি) পালনের দিক নিদের্শনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ