শফিক ইসলাম,মহালছড়িঃ– শহীদ বৃদ্ধিজীবি দিবসে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা ও পরিস্কার পরিছন্ন কর্মসূচি আয়োজিত হয়েছে
১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল। মহালছড়ি সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় সভাটি।
মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাকিব হোসেন(সোহাগ) এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম (রবিন) এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষার্থীরা
আলোচনা সভার শুরুতে জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়,দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এ বিষয়টাই উঠে আসে সভায়।
মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আলোচনা সভা
সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সম্মুখ সমরে মহালছড়িতে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর স্মৃতি ভাস্কর্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অযত্ন, অবহেলায় পড়ে থাকা স্বৃতি ভাস্কর্যটি এবং আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন করায় স্থানীয় জন প্রতিনিধি ও জন সাধারণের প্রসংসায় প্রসংসীত হয়েছে মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদল।
পরিস্কার পরিচ্ছন্নতা শেষে শহীদ ভার্স্কযটি