• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার: / ১০৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ি :পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে
শান্তি, সসম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে বি‌শেষ মান‌বিক সহায়তা কর্মসূ‌চির আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে নগদ অর্থ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে জোন সদরে সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, ক্ষতিগ্রস্থ মসজিদে ঢেউটিন, মাটিরাঙ্গা থিয়েটারে হারমোনিয়াম এবং শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।

প‌রে মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় গুইমারা ইউনিয়ন ও গুইমারা উপজেলার স্থানীয় জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন। গুইমারা সিএমএইচ’র মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন সুমাইয়া রহমান এএমসি এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রুপন দে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ৬২৪ জন পাহা‌ড়ি-বাঙ্গালীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসা সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান। এসময় তিনি ব‌লেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে ও গুইমারা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় মানিকছড়ি রানী নীহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়ন একাদশ ও মানিকছড়ি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাইসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ