• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল  মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক     

প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের এক রূপময় ভূ-খণ্ড পার্বত্য চট্টগ্রাম–ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান / ১০০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান

প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যের এক রূপময় ভূ-খণ্ড পার্বত্য চট্টগ্রাম। ১২টি ভাষাভাষি ও ১১টি উপজাতীয় সম্প্রদায়ের সংমিশ্রণ এ অঞ্চলকে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত করেছে। বান্দরবান এই তিন জেলার বিস্তীর্ণ বনভূমি, উঁচু পাহাড়, উপত্যকা এবং কিছু সমতলভূমি নিয়ে দেশের এক দশমাংশ এলাকা জুড়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত।

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ দুই দশকের বেশি সময় ধরে চলমান সংঘাতকে প্রশমিত করেছে। এরই ফলশ্রুতিতে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পুনর্গঠিত হয় তিন পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কিছু আইন প্রণয়ন ও কিছু বিধি-বিধান সংশোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য জেলার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য জেলাসমূহের নৈসর্গিক সৌন্দর্য্য সমুন্নত রেখে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে সরকার বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান  -অধ্যাপক থানজামা লুসাই সভাপতিত্বে -তিনি বলেন -পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনে সূচিত হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সম্প্রীতি ও উন্নয়নের সেতুবন্ধন রচনা করে তিন পার্বত্য জেলার মানুষের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

প্রধান অতিথি -ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড এবং রিজিয়ন কমান্ডার বান্দরবান।

বিশেষ অতিথি শাহ্ মোজাহিদ উদ্দিন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা,মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)পুলিশ সুপার,

উপস্থিত ছিলেন-  মুহাম্মদ মাসুম বিল্লাহ মুখ্য নির্বাহী কর্মকর্তা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি – সদর হাসপাতাল, বান্দরবান আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট, বান্দরবান।

পার্বত্য শান্তি চুক্তি’র অগ্রযাত্রার ২৭ তম বর্ষপূর্তি উপলক্ষে ০২ র ডিসেম্বর সোমবার  বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক  শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন -পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং উন্নয়ন সহযোগী দেশের আর্থিক ও কারিগরি সহায়তায় তিন পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বনায়ন, কৃষি সম্প্রসারণ, মৎস্য ও পশু সম্পদ, সুপেয় পানির ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো নির্মাণ, কফি ও কাজু বাদাম চাষ এবং পর্যটন সুবিধা বৃদ্ধির মাধ্যমে এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের কাজ চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নসহ একটি বৈষম্যহীন, কল্যাণকর ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ